Skip to content

৪ঠা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মরীচিকার পিছু হেঁটে

অলীক স্বপ্নে ঝিলিক খুঁজে হন্যে হয়ে ঘুরি
নকল নিয়ে ব্যস্ত সবাই আসল হলো চুরি।
এদিক সেদিক সবই গেল, রইল বাকি শূন্য
পাপের বোঝা ভারি হয়ে নিখোঁজ হলো পুণ্য।

সেরা জীব করে মোদের পাঠিয়েছেন যে রব
দিয়েছেন তো উজাড় করে বিবেক – বুদ্ধি সব।
তবুও কেন খারাপ পথে চলি সবে হররোজ
হালাল রেখে হারাম দিয়ে করি ভুরিভোজ!

মরীচিকার পিছু হেঁটে সময় গেছে টুটে
কী হবে এখন সবার ঘোড়ার মতো ছুটে?
একটু যদি রহম করেন, ওই বিশ্ব দয়াময়
সুখ আসবে সবার মনে আসবে সুসময়।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ