স্মৃতি
নিষ্ঠুর নিয়তি একদিন কেড়ে নেবে সবই
যোগাযোগ না থাকতে থাকতে
একদিন নিঃশব্দে হারিয়ে যাবে ঠিকই
শহরের ভিড়ে নাগরিক কোলাহলে
অথবা সবুজ কোন মেঠোপথে
শুধু থাকবে শেষ সম্বল হয়ে স্মতিটুকুই ।
এস ডি সুব্রত প্রকাশ:
নিষ্ঠুর নিয়তি একদিন কেড়ে নেবে সবই
যোগাযোগ না থাকতে থাকতে
একদিন নিঃশব্দে হারিয়ে যাবে ঠিকই
শহরের ভিড়ে নাগরিক কোলাহলে
অথবা সবুজ কোন মেঠোপথে
শুধু থাকবে শেষ সম্বল হয়ে স্মতিটুকুই ।