শেষ বিকেলের অপেক্ষায়

আষাঢ়ে আমনের ভরা যৌবন
অনাবৃষ্টিতে ক্ষেতের বুকে চলে হাহাকার
ধানের সবুজ ডগা শুকিয়ে যেন মধ্য বয়সী নারীর এলোমেলো বাদামী কেশ
আকাশের কালো মেঘ উড়ে উড়ে দূরে সরে যায়
যেন ঠাট্টায় মেতে উঠে মেঘ বালিকা
শ্রাবণের বৃষ্টি ঝরে মুষলধারে
ভরা জলে আমনের বেঁচে থাকা দায়
দীপান্বিতা তুমিও কি বার্ধক্যের শেষ বিকেলের অপেক্ষায়!
শ্রাবণের ঢল হয়ে মরিমরি আমনের মতো ডুবাবে আমায়
অসময়ে ভাসাবে আমায় তোমার বুকে জমানো প্রেমের ধারায়!