প্রণয় তৃষ্ণা

বৃষ্টি হয়
বৃষ্টির অপেক্ষায় অধীর আগ্রহে থাকা চাতক পাখিরা অবশেষে বৃষ্টির জলে তৃষ্ণা মেটায়
অনাবৃষ্টিতে ধুলোয় মিশে যাওয়া দুর্বাঘাস জলে হাবুডুবু খায়
খরখরে উঠোন জুড়ে বৃষ্টির জমা জলে সাতার কাটে উল্লসিত রাজহাঁসের দল
খোকাখুকু বৃষ্টি জলের ধারায় ভাসায় কাগজের নাও
মৃতপ্রায় বৃক্ষরাজির সবুজ পল্লবে প্রাণের সঞ্চার ঘটে
ডালে বসে অঝোরে ভিজে উচ্ছ্বাসে কাকা ডাকে জোড়া দাঁড়কাক
শুধু এ হৃদয় ফেটে চৌচির
উপলব্ধির শিরা-উপশিরায় প্রণয়তৃষ্ণা বেড়েই চলে।
অনন্যা/এসএএস