শরৎ রানির ভালোবাসা

হিমেল হাওয়ার ডানায় চড়ে
পেঁজা মেঘের তুলো উড়ে
শরৎ রানি আসে
শিশির জলে সকাল বেলা
ভিজতে ভালোবাসে।
সাদা সাদা কাশের ফুলে
আমন ধানের মাঠে দুলে
সাজতে ভালোবাসে
গলায় পড়ে শিউলি মালা
খোঁপায় পদ্ম হাসে।
সাদা-নীলের শাড়ি পড়ে
ভাদ্র-আশ্বিন বাংলায় ঘুরে
জলপাই পেলে হাসে
ছাতিম,বকফুল,শেফালি,জুঁই
ফুলকে ভালোবাসে।
অনন্যা/এসএএস