Skip to content

শরৎ রানির ভালোবাসা

শরৎ রানির ভালোবাসা

হিমেল হাওয়ার ডানায় চড়ে
পেঁজা মেঘের তুলো উড়ে
শরৎ রানি আসে
শিশির জলে সকাল বেলা
ভিজতে ভালোবাসে।

সাদা সাদা কাশের ফুলে
আমন ধানের মাঠে দুলে
সাজতে ভালোবাসে
গলায় পড়ে শিউলি মালা
খোঁপায় পদ্ম হাসে।

সাদা-নীলের শাড়ি পড়ে
ভাদ্র-আশ্বিন বাংলায় ঘুরে
জলপাই পেলে হাসে
ছাতিম,বকফুল,শেফালি,জুঁই
ফুলকে ভালোবাসে।

অনন্যা/এসএএস