শরৎ রানি
বিলের জলে শাপলা ভাসে, শিশিরবিন্দু দূর্বাঘাসে
বাগানে দেখ শিউলি হাসে, মেঘ ওই নীল আকাশে।
জুঁই, বেলী, মল্লিকা আর মালতী নিয়ে শরৎ আসে
কাশ ফুলেরা বাতাসে নাচে, সৌন্দর্যে প্রকৃতি হাসে।
দিগন্ত জুড়ে ধান ক্ষেতে দেখ রোদ – ছায়া’র খেলা
হাসিখুশি আর উচ্ছ্বাসে তখন কৃষক বসায় মেলা।
পাল তোলা ওই নৌকা মিছিল চলছে নদীর বুকে
মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান গাইছে মনের সুখে।
শরৎ রানি অপরূপ সাজে আসে আমার দেশে
আনন্দে মন ভরে যায় সবার, শান্তি অবশেষে।
অনন্যা/এসএএস