লুকোচুরি

চুপিসারে তুমি দেখো আমায়
জানালার আড়ালে থেকে,
অতৃপ্তির শিখা হয়ে জ্বলো
লুকিয়ে লুকিয়ে দেখে।
মুক্ত জানালা বাতায়ন বহে
শূন্যে করে ঘোরাঘুরি,
তোমার উপস্থিতি জানান দেয়
করছো তুমি লুকোচুরি।
অভিসারী মন যে তোমার
কতদিন রাখবে বেঁধে,
কষ্টের দাবানলের বোঝা নিয়ে
বয়ে বেড়াবে কাঁধে।
যতই আঁধারে লুকোচুরি খেলো
আমার মন ঠিকই বোঝে,
ঝাপসা আলোতে তোমার ছায়া
শুধুই যে আমায় খোঁজে।
অনন্যা/এসএএস