ঠিকানা
পাথর কেটে কেটে পাথর কেটে কেটে
দেশ ভাঙছে দেশ গড়ছে
কিছু মুখ,তবু নিথর পাথরের মূর্তি।
দিল্লি থেকে লাহোর, লাহোর থেকে দিল্লি
ঢাকা থেকে কলকাত্তা, কলকাত্তা থেকে ঢাকা
জ্বলছে মোমবাত্তি।
অনির্বাণ শিখা তার, কত যে দীর্ঘশ্বাস
পতাকা উড়ছে, উড়ছে পতাকা
মানুষ চেয়েছিল বুঝি,শুধু এই ভূমি।
জন্মের আগে ও পরে, মায়ের আঁচল ভরে
থালায় ভাতের গন্ধ, বেলে যাওয়া রুটি
খিদে পেটে,রক্তাক্ত হয়েছে, সেই তপভূমি।
ট্রেন ছুটছে, ট্রেন ছুটছে
দগ্ধ খরায় ফেটে ফেটে যাওয়া মাটি
বোচকা নিয়ে পিঠে, শরীরের রঙ মেটে।
বিদায় জন্মভূমি, আবার যদি ফিরি
ভাঙবো এই জোচ্চুরি, স্বাধীনতা বাটোয়ারা
ধর্মের নামে দেশ, অধর্মের বেড়া।
তুমি আর আমি, আমি আর তুমি
শরণার্থী শিবিরে খুঁটে খুঁটে খাওয়া দানা
শিশুর দুধ শুকিয়ে এলে বুকের বেদনা।
দিল্লি থেকে লাহোর,লাহোর থেকে দিল্লি
ঢাকা থেকে কলকাত্তা,কলকাত্তা থেকে ঢাকা
আহা !কত যে মানুষ,গিয়েছে ভেসে যেন কচুরিপানা।
অনন্যা/এসএএস