আমায় ডাকে শরৎ
আমায় ডাকে শরৎ নীলাকাশ
বকসাদা মেঘের দল,
নদীর তীরে ফোটা কাশফুল
ডাকে ঝরনার জল।
শাপলা-শালুক বিলের ইশারায়
উদাস করে মনটা,
ইচ্ছে করে পানকৌড়ির মতো
কাটাই সারা দিনটা।
ভাদ্র মাসের তালের পিঠা
খেতে লাগে সুস্বাদু,
গন্ধে গন্ধে মউ-মউ সারা বাড়ি
এযে মায়ের হাতের জাদু।