একটি সকালের গান

এই শহর আঁধারে তারাদের গুনে গুনে
স্বপ্ন ভাঙ্গা হৃদানলে ‘আমি’ পুড়ে হই ছাই।
একটি সকাল চাই
এই পীচ ঢালা পথে নাগরিক ভালোবাসা
কাঁচা রোদে সাগরের জলে ধুয়ে দিতে চাই।
একটি সকাল চাই
যুগল চোখের বৃত্তে অন্ধকার মহাকাশে
আঁধার খসা আলোর বৃষ্টিতে ভিজাতে চাই।
একটি সকাল চাই
শব্দ দূষণের এই নির্দয় বধির শহরকে
ঘুমভাঙা পাখিদের সুরেলা গান শুনাতে চাই।
একটি সকাল চাই
আমিত্বের নির্জনতা ভাঙ্গা শহরের কোলাহলে
একটি বার নিজেকে হৃদে খুঁজে দিতে চাই।