Skip to content

২৫শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ১০ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

পাখির মতো মন

আঁধারের আলো নিয়ে, সমুদ্রের উৎস থেকে হাঁটছি
তবু কই শেষ হয় সমুদ্রের বয়ে যাওয়া পথ
কৃষ্ণগহ্বরে সময় যেন!আর আমি সমুদ্রের ‘পর
শৈশবের এক মুঠো সুখে,কিনেছি সমুদ্র-তার জল।

যদি হেঁটে হেঁটে ক্লান্ত হই, খুঁজে না পাই শেষ ঠিকানা
যদি ফিরে আসার পথটা,ভুলে যাই হই সবার অচেনা
টুকরো টুকরো মেঘে যদি,বৃষ্টি নামে তখন ভীষণ জ্বর
তখন নির্মল শরৎ আকাশ,শুধু হৃদয় হয়েছে তখন পাথর।

অনেক দেখেছি আমি, হেঁটে হেঁটে সমুদ্রের ‘পর
শুধুই নীল আকাশ- গোধূলির বেলা রক্তের মতোই গাঢ় লাল
তবুও কোথাও এক, নাম না জানা পাখির মতো মন
তার পালকের মতো উষ্ণতা ছড়িয়ে যায় রক্তে।

তবুও কোথাও এক মানুষীর হৃদয় বিজনের বনে
মন ও মননে,মাথা ও মস্তিষ্কে-গহীন এক অরণ্যে
যদি খুঁজে পাই আমি-সমুদ্রের শেষ পথ তখন জঙ্গল
আবার আসিব আমি-পাখির মতোই মন নিয়ে।

অনন্যা/এসএএস