Skip to content

৪ঠা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

লোডশেডিং এর তীব্র চাপে
জনতা ফোঁপে, মন্ত্রী কাঁপে।
তীব্র গতি, ছুটছেন পতি
আঁধার রাতি, কিনতে বাতি।

বৌয়ের ধোপে, জামাই ভাপে
বাড়ছে ডিমান্ড ধাপে ধাপে।
বেজায় চড়া নিত্য পণ্য
কিনতে গেলেই পকেট শূন্য।

তেলের বাজার ভীষণ বেজার
তেলা তেলি ব্যর্থ সবার,
ডিমের দরে ক্রেতা ফোঁড়ে
ব্রয়লারও তাই টিকি নাড়ে।

মাছের বাহার, মাংস বাজার
ঘুরছে ক্রেতা কিনতে আহার।
হতাশ মনে মূল্য গোনে
টেনেটুনে মাস করে কাভার।

চালের দামও নিচ্ছে কষে
কর্তা বসে পকেট চষে।
খালি পেটে ডিজিটাল দেশে
আমজনতা ঐ উঠছে ফুঁসে।

সরকার মশাই, এখনি সময়
দিতে রেহাই খোঁজ উপায়!
জনগণের নিত্য কষ্ট লাঘব
করার কোন বিকল্প নাই!

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ