শরৎ রাণীর রূপ
নির্মল আকাশ শুভ্রমেঘে
ঝক ঝকাঝক রোদ্দুর
শরৎ এলে শিশির ভেজা
চোখ হেঁটে যায় যদ্দূর।
ঝিরিঝিরি শীতল হাওয়া
কাশফুলে খায় দোলা
শাপলা,শালুক পুকুর-বিলে
মন হয় আত্মভোলা।
আমন ধানের কচি ডগা
দোল দিয়ে যায় বাতাসে
পেঁজো পেঁজো তুলোমেঘ
খেলা করে আকাশে।
শরৎ রাণী খোঁপায় পড়ে
শেফালী, শিউলি, জুঁই
মন তুলিতে ছবি আঁকি
প্রকৃতির রূপ ছুঁই।
অনন্যা/এসএএস