আমার আমি নেই
আমার আমি নেই
নেই রক্ত-মাংস মজ্জারস,
আমার আমি নেই
মাটির ঘরে নেমেছে আজ ধস।
আমার আমি নেই
নেই আশা-ভালোবাসার ঘর,
আমার আমি নেই
মনের মানুষ হয়ে গেছে পর।
আমার আমি নেই
নেই সুখের স্বপ্ন দুটি চোখে,
আমার আমি নেই
কেবল কষ্টের পাহাড় আছে বুকে।
আমার আমি নেই
নেই মনে আনন্দ আর হাসি,
আমার আমি নেই
দুঃখ এখন বড়োই ভালোবাসি।
আমার আমি নেই
নেই মাথা-মুণ্ডু অস্তিত্ব,
আমার আমি নেই
কেবল পাগলামিরই কর্তৃত্ব।
অনন্যা/এসএএস