Skip to content

২৯শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | সোমবার | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শরতের ফুল

শরৎ এলে গাছে গাছে
ফোটে শত ফুল,
হিমঝুরি, জুঁই, গগনশিরীষ
ছাতিম ও বকুল।

দোলনচাঁপা, পদ্ম, শালুক
পান্থপাদপ হাসে,
কলিয়েন্ড্রা, শিউলি, কেয়া
শরৎ ভালোবাসে।

শেফালি, মিনজিরি, বেলি
সুবাস ছড়ায় কত,
মল্লিকা, কাশফুল, মাধবী
ফোটে অবিরত।

মালতি, হিমছড়ি, জবা
দেখতে লাগে ভালো,
পাখিফুল ও বকফুলেরা
ছড়ায় রূপের আলো।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ