Skip to content

১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শরৎরূপ

শরৎরূপে হয় না মাতাল
এমন কোনো মানব নাই,
শরৎ এলে নীল আকাশে
উড়ে সাদা মেঘের ছাই।

দুধ-সাদা রঙ কাশের ফুলে
ভরে ওঠে নদীর কূল,
আমন চারা করতে রোপণ
হয় না গাঁয়ের চাষির ভুল।

শিউলি বকুল বেলির হাসি
দেয় বাড়িয়ে শরৎরূপ,
সবুজ-শ্যামল দেশের দিকে
তাকিয়ে তখন থাকি চুপ।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ