শরতের শুভ্র প্রকৃতি

শরতের প্রকৃতিটা আজ
হয়ে গেছে সবুজ
দূর থেকে যেন মনে হয়
ফসলে গম্বুজ।
মাঠ জুড়ে আমন ধানের
বসেছে এক মেলা,
হাওয়ায় মাঝে দোল খেয়ে
করে মজার খেলা।
নদীতীরে কাশের ঐ বনে
ঘুরতে লাগে বেশ,
শিশির ভেজা দূর্বাদলে
শরতেরই রেশ।
ঋতুর রানি শরৎ আসে
শুভ্রতার স্পর্শে,
মায়াময় কী রূপের ছোঁয়া
আমার এই দেশে।
অনন্যা/এসএএস