পরাধীন হয়নি মুজিব
আগস্টের শোক ছায়ায়
বিষণ্ন সবার মন,
পরাধীন হয়নি মুজিব
শত্রুর পক্ষে করেনি আপস!
মুজিব ছিল বাংলার বীর
একাত্তরে নেতৃত্ব দানে,
শত বাধা বিঘ্ন লড়াই সংগ্রামে
সোনার বাংলাদেশ কে করেছিল জয়।
চারিদিকে আনন্দ উল্লাসে
ছড়িয়ে গেলো বিজয়ের সুর গান,
আনন্দ উল্লাসে মধু ক্ষণে
কিছু শত্রু রয়ে গেলো দেশের অভ্যন্তরে!
সুযোগ সন্ধানে ঘাতক-শত্রুর দল
ভোর রাত্রিশেষে পরিকল্পনায় করে হত্যা,
সপরিবারে বাংলার প্রিয় নেতাকে!
অনন্যা/এসএএস