শরৎ এম হাবীবুল্লাহ প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০৪:৪৮ পিএম শাদা মেঘের ভেলায় চড়েঋতুর রানি শরৎ আসেদোলনচাঁপা বেলির সাথেকাশফুল আর শিউলি হাসে। ছেলে বুড়ো সবাই মিলেপাকা তালের গন্ধে মাতেকচির ধানের ডগার পরেশিশির ঝরে প্রতি প্রাতে। অনন্যা/এসএএস Share