শরৎ

শাদা মেঘের ভেলায় চড়ে
ঋতুর রানি শরৎ আসে
দোলনচাঁপা বেলির সাথে
কাশফুল আর শিউলি হাসে।
ছেলে বুড়ো সবাই মিলে
পাকা তালের গন্ধে মাতে
কচির ধানের ডগার পরে
শিশির ঝরে প্রতি প্রাতে।
অনন্যা/এসএএস
এম হাবীবুল্লাহ প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০৪:৪৮ পিএম
শাদা মেঘের ভেলায় চড়ে
ঋতুর রানি শরৎ আসে
দোলনচাঁপা বেলির সাথে
কাশফুল আর শিউলি হাসে।
ছেলে বুড়ো সবাই মিলে
পাকা তালের গন্ধে মাতে
কচির ধানের ডগার পরে
শিশির ঝরে প্রতি প্রাতে।
অনন্যা/এসএএস