শুভ জন্মাষ্টমী
কৃষ্ণের শুভ জন্মতিথি
ভাদ্র মাসের ক্ষণে,
কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি
রোহিণী নক্ষত্রে।
জন্ম নিলেন কানু শ্যাম
মথুরার কারাগারে,
কংস মামা ভীষণ চাপে
বসেন যে দরবারে।
অধর্ম যেই বাড়ে তখন
তোমার আবির্ভাব,
ন্যায় অন্যায়ের বিচার করে
সত্যের সাথে ভাব।
ধর্ম আজি লুকিয়ে রয়
অধর্মেরই ভয়ে,
তোমার নীতি, তোমার ধর্ম
যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।
দুষ্টকে আজ শাস্তি দিতে
জন্ম আবার চাই,
দুষ্ট সে তো হোক না যে সে
জাতি বিভেদ নাই।
অনন্যা/এসএএস