বলয় গ্রাস

বুকের ভিতর পিস্তল
দুচোখ জুড়ে লালসা
হিংস্র পুরুষ লোভী
প্রতিটি থাবায় ক্ষমতা।
পদে পদে জ্বাল বুনে
নিচ্ছে এলাকা কিনে
ভয়ঙ্কর এক ত্রাস
বুলি ফুটলেই সর্বনাশ।
মাংস খেয়ে হাড়
দেবে তার আজ পুড়িয়ে
এতো নিষ্ঠুর
নির্মম।
একই শরীরে রাক্ষস
একই শরীরে যম
ক্রীড়া চক্রে ভুত
হয়েছে ভগবান।
নারী মাংসে হরিণী
হয়ে গেলো শ্বাসরোধ
ফুলের মতো কোমল
উবে গেলো সব বোধ।
ধর্ষণ করে পুড়িয়ে
মিলিয়ে মানবসত্তা
হায় পৃথিবী, তার
যন্ত্রণা হলো ছাই।