পায়রার ঝাঁক
বাকুম বাকুম ডাকে
পায়রার ঝাঁক
পায়রিরা খোপে বসে
থাকে নির্বাক!
পায়রারা ওড়ে উড়ে
দূরে চলে যায়
আকাশের নীলে তারা
খুশিতে হারায়।
সাঁঝের বেলায় ফেরে
পায়রার দল
চুপচাপ খোপে ঢোকে
নেই কোলাহল।
ওড়া-উড়ি ঘোরাঘুরি
করে দিনভর
বাক বাক ডাকে এসে
খোপের ভেতর।