এলো রমাদান
বাঁকা চাঁদের হাসি নিয়ে
এলো রমাদান,
সেই খুশিতে নেচে ওঠে
মুমিন মুসলমান।
রহমতের বার্তা নিয়ে
এলো রমাদান,
অধিক সওয়াব পাবার আশে
আকুল সবার প্রাণ।
মাগফেরাতের বার্তা নিয়ে
এলো রমাদান,
পাপের বোঝা কমিয়ে মানুষ
হয় যে পুণ্যবান।
রোজা রেখে নাজাত পেতে
এলো রমাদান,
আল্লাহ্ তা'লা নিজের হাতে
দেবেন প্রতিদান।