এলো রোজার মাস

বছর ঘুরে আবার এলো
রমজানের-ই মাস,
ওহে মুমিন ভাই-বোনেরা
করো পুণ্যের চাষ।
না জেনে আর নাইবা বুঝে
করেছো যেই পাপ,
সেই পাপেরই বোঝা কমাতে
চাও আল্লাহর মাফ।
মন থেকে করলে দোয়া
যায়না সেটা বিফলে,
মুক্তি পাবে চিরতরে
খাঁটি দিলের আমলে।