Skip to content

এলো মাহে রমজান

এলো মাহে রমজান

পবিত্রতার নিশান উড়ে
এলো মাহে রমজান
মুমিন হৃদে খুশির জোয়ার
দিচ্ছে মনে আযান।

ক্ষমার বার্তা নিয়ে বক্ষে
এলো মাহে রমজান
নামাজ পড়ো, রোজা রাখো
করছে সে আহ্বান।

রোজায় শিক্ষা নিবো আমার 
তৃষ্ণা, ক্ষুধা পেটে
গরীব, দুখীর ব্যথা বুঝবো
যাকাত দিবো বেঁটে। 

পাহাড়সম পাপ করেছি
নামাজে বলবো সব
রমজান মাসে ক্ষমা করবেন
বেহেশত দিবেন রব।