চৈত্র দুপুর

চৈত্র মাসের দুপুর বেলা
রৌদ্র খাঁ খাঁ করে,
ক্লান্ত কুকুর পুকুর ধারে
পানির তরে মরে।
গরীব মজুর উদ্যম কৃষক
মাঠে ঘাটে খাটে,
ফোঁটায় ফোঁটায় নোনা জল
ঝরছে অঝোর ভাবে।
দূরের পথিক রোদে পুড়ে
যাচ্ছে অনেক দূর,
মেঠো পথে বটের ছায়ায়
রাখাল ধরেছে সুর।
দক্ষিণা বাতাস একটু এসে
শীতল করে যায়,
ঝি ঝি ধরার বালকগুলো
একটা পোকা চায়।