বসন্তকাল
ফাগুন এবং চৈত্র মাসে
বসন্তকাল এসে
শত ফুলের পাপড়ি ছুঁয়ে
থাকে ভালোবেসে।
ফুলে ফুলে অলি-ভ্রমর
মৌমাছিরা ঘুরে
কোকিল পাখি গান গেয়ে যায়
কুহু কুহু সুরে।
গাছে গাছে কচি সবুজ
পাতা ওঠে হেসে
দুধেল সাদা শিমুল তুলো
যায় বাতাসে ভেসে।
গাঢ় সবুজ ধানের ক্ষেতে
চোখ জুড়িয়ে আসে,
ঋতুর রাজা বসন্তকাল
পালায় বৈশাখ মাসে।