চৈত্র এলো
ফাগুন শেষে চৈত্র এলো
শুষ্ক মাঠ-ঘাট,
পথের ধারে ফুটে আছে
সাদা সাদা ভাট।
গরুর পালে তৃষ্ণা মেটায়
পুকুর পাড়ে নেমে,
চৈত্র মাসের খরতাপেও
নেইতো চাষি থেমে।
রোদের তাপে পাখির ছানা
লুকোয় পাতার ফাঁকে,
সকাল-সন্ধ্যা বাঁশের ঝাড়ে
ঝিঁঝিঁ পোকা ডাকে।
দূর্বাঘাস আর লতাপাতায়
অনল পোড়া রূপ,
পথিক জিরোয় বৃক্ষ ছায়ায়
ক্লান্ত হলে খুব!