লাশের রাজনীতি
আগুনে যে নামগুলো পুড়ে মারা গেলো
ঘরবন্দী পুড়িয়ে মারা হলো
নামগুলোর ধর্মীয় পরিচয় টেনে আনবেন নাl
আপনি সুশিক্ষিত বাবু, আপনি পোড়খাওয়া রাজনীতিবিদ
সামাজিক যে রসায়নের ফর্মুলা তৈরি করতে চাইছেন
বিক্রিয়া অনেক ভয়ঙ্কর হয়ে উঠতে পারেl
ওরা কেউ আপনার রসায়নাগারের কীট বস্তু নয়
ওরা কেউ গিনিপিক নয়l
আগুনে যে নামগুলো পুড়ে মারা গেলো
ঘরবন্দী পুড়িয়ে মারা হলো
নামগুলো সংখ্যা দিয়ে গুনবেন নাl
মর্গে লাশের গায়েও সংখ্যা লেখা থাকে দেখেছি
শ্মশানেও পোড়াতে গেলেও লাইনে পড়তে হয়l
লাইনে দাঁড়িয়ে গণতন্ত্র শিখেছি
বেলাইনে দেখেছি আপনাদের যাবতীয় কারচুপিl
খুন হয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া
কোন সংখ্যার গায়ে কখন কোন রাজনীতির রং এসে পড়ে
নীরবে একটু দাঁড়িয়ে শোক প্রকাশ পর্যন্ত করতে ভুলে যায় সমাজl
মহামান্য ব্যক্তিরা আপনারাই এই অগ্নিক্ষেত্র তৈরি করেছেনl
কিন্তু সাবধান! পুড়ে যাওয়া লাশগুলো
খুন হয়ে যাওয়া লাশগুলোর কোনো ধর্ম নেই
কোনো বর্ণ নেই, কোনো রং নেই
লাশগুলো শুধু এক একটা সংখ্যা নয়
সংখ্যা দিয়ে বিচারের ফল ভালো হয় নাl
দয়া করে,একটু মানবিক হোন
ওদেরও মানুষ ভাবতে শিখুন, মানুষ
আপনার আমার মতনই রক্ত মাংসে মানুষl