খাঁচার পাখি
খাঁচায় বন্দী মিষ্টি পাখি
করুণ সুরে যাচ্ছে ডাকি,
আকাশ বলে,'মেলো ডানা।'
পাখি বলে, 'উড়তে মানা।'
সুযোগ খুঁজে বন্দী পাখি
মুক্তির আশে ভিজে আঁখি।
পাখির রাজ্যে আকাশ মায়া
আকাশ জুড়ে পাখির কায়া।
বিকেলবেলা মালিক আসে
পাখির কান্নায় মুচকি হাসে!
মালিক আসায় পোষাপাখি
মুক্তির জন্য যায় সে ডাকি।
মালিক ভাবে এইতো রে বেশ
পাখির গানে দারুণ আবেশ!
পারিস যদি বলতে বুলি
পড়শী দেখে দিবে তালি।
ডানা ঝাপটায় বন্দী পাখি
আড়াল বুকের কষ্ট ঢাকি,
পাখি কাঁদে- কাঁদে আকাশ
মালিক বলে,গাইলি-সাবাশ!