মানবিকতা জ্বলছে
রৌদ্দুরের অভুক্ত রুটির পোড়া আগুনে,
জ্বলছে কত দাউ দাউ আগ্নেয়গিরি।
চিৎকারে ওরা বোবা নির্বাক অন্ধ,
আঙুলের ঠোঁটে লাগা কত মৃতকান্না
যন্ত্রণার দ্বারে দ্বারে নিভেছে চুল্লি!
তোমার প্রায়শ্চিত্ত অহংকারের রং পেনসিলে
রাজত্বের ভূ-গর্ভে বোবা শালিক বানিয়েছে।
এই উত্তর আজ কেন নিরাকার?
বুদ্ধিজীবীর স্বার্থের দাবানলে মানবিকতা ধুঁকছে
আজ সত্য বিবেকের দরজায় কাঁদছে!