স্বাধীনতা
স্বাধীন হলাম স্বাধীন দেশে
জীবন বাজি রেখে,
পরাধীনতার জাল ভেঙ্গেছি
বিশ্ববাসী তা দেখে।
অনেক স্বপ্ন বুনন ছিলো
কত মায়ের চোখে,
ছেলে হারা ঐ মায়ের কান্না
কত মানুষ-ই দেখে।
নয়টি মাসে কেঁড়ে নিয়েছে
লক্ষ শহীদের প্রাণ,
রক্তে কেনা এই স্বাধীনতা
আমরা বাঁচাবো মান।