Skip to content

২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাটির পুতুল 

মাটির পুতুল অস্ত্র হাতে ঝোপে আর জঙ্গলে
মাটির পুতুল অমন কোমল হাতে বোমা বাঁধতে গেলে।
মাটির পুতুল বিবস্ত্র, ভাসছে তোমার লাশ
মাটির পুতুল ধর্ষিতা বোন, গলায় টানলো ফাঁস।

 

মাটির পুতুল কারাগারে, হিংস্র বাঘ ঢুকিয়ে দিয়ে
মাটির পুতুল খেলো তোমার, হাড় মাংস,লোভ লালসা মিটিয়ে।
মাটির পুতুল ঘর পোড়া গরু, দিশাহারা, খুঁজছে মনিব তার
মাটির পুতুল হুঁকো পড়ে আছে, লোক নেই, গড়গড় করে টানার।

 

মাটির পুতুল খরের চালা, পুঁই লতাটি বেয়ে
মাটির পুতুল সন্ধ্যা প্রদীপ, সুর মিশে যায় আজানের সুর নিয়ে।
মাটির পুতুল অরন্ধন, খাবার জোটেনি কতদিন
মাটির পুতুল বর্ণের মতো, যুদ্ধ শিক্ষা, স্বাধীন হবে একদিন।

 

মাটির পুতুল স্বপ্ন দেখা, জারি-সারি-ভাটিয়ালি
মাটির পুতুল কবির লড়াই, নিমাই কবিয়াল আর তার ভাই আলী।
মাটির পুতুল খেলনাবাটি, বিয়ে বিয়ে খেলা হবে
মাটির পুতুল শৃঙ্খলাহীন, যেদিন এ দেশের সব পুতুলেরা মুক্তি পাবে।

মাটির পুতুল নর সুন্দর, জল মাটি দিয়ে  শ্রদ্ধা
মাটির পুতুল বুকে পাথর, আগুনে পুড়ে মুক্তিযোদ্ধা।
মাটির পুতুল আগুনরঙা, জল ভেজা পাঁকমাটি
মাটির মানুষ রক্ত দিয়ে, কতো ত্যাগ তিতিক্ষা, সেজে উঠেছে পরিপাটি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ