পঁচিশে মার্চ

একাত্তরের পঁচিশে মার্চ
ভয়াল কাল রাতে,
পাক বাহিনী হামলা চালায়
দেশ মাতৃকার পরে।
অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে
ঘুমানো শিশুর ঘরে,
বীর বাঙালি রক্ত দিয়ে
যুদ্ধে শপথ করে।
মুজিব সেনা ঐক্য গড়ে
পাক সেনা রুখে,
অস্ত্র বিনে বুদ্ধি দিয়ে
যুদ্ধ সেদিন চলে।
অন্যায় আর অত্যাচারে
বাতাস ভারী হয়,
মানুষ মারে যেথা সেথা
মানবতার ক্ষয়।