খোকার আঁকা পতাকা

হাতে নিয়ে রঙ, পেন্সিল, খাতা
ছবি এঁকে ভরছে খোকা পাতা।
আয়তাকার ক্ষেত্র একটি এঁকে
রঙ দিয়েছে গাঢ় সবুজ করে,
তার ভেতরে বৃত্ত আঁকে আরো
খুব যতনে লাল রঙে তা ভরে।
লাল-সবুজের পতাকাটি দেখে
খোকার গায়ে আদর দিলাম মেখে।
দেশের প্রতি ভালোবাসা মনে
আঁকছে খোকা ছবি প্রতিক্ষণে।