প্রকৃতির রূপ
কৃষ্ণচূড়ার ডালে
লেগেছে আগুন,
রক্তিম সূর্যটা
হয়ে গেছে খুন!
ক্ষণে ক্ষণে প্রকৃতিটা
হয়ে যায় ভার,
থেমে থেমে বৃষ্টিও
হয় লাগাতার।
গাছে গাছে পাকা ফল
এ যে মধুমাস,
পাখির কুজনে মাতে
শুধু চারিপাশ।
ফুল, পাখি, বৃষ্টিতে
প্রকৃতিটা সাজে,
প্রাণ কাড়ে বিধাতার
এই কারুকাজে।