মুজিব নামের ছেলে
টুঙ্গিপাড়ায় জন্মেছিল
মুজিব নামের ছেলে
বুকে টেনে নিতো সে যে
দুখী মানুষ পেলে।
দেশদরদী মন ছিল তাঁর
ভাবতো দেশের কথা
এমন ছেলে যায় না পাওয়া
খুঁজলে যথাতথা।
সেই ছেলেটি দেশের তরে
প্রাণটা দিল শেষে
বুক ফুলিয়ে চলছি যে তাই
মুক্ত পরিবেশে।