নারীর কাছে
প্রতিটি যুদ্ধের শেষে যে তুমি নিভৃত রজনী, নারীর কাছে
জয়ে-পরাজয়ে, বিষাদদীর্ণ, শৃঙ্খলকাটা, আশ্রয় চাও।
তোমার চুম্বনের ঠোঁট পৃথিবীর আদিমতম সুন্দর, এতটা কাতর
বাতাসে আল্পনা, থর থর জলের মতো যেন কাঁপছে।
অস্ত্র হানাহানি রক্তপাতের কাছে, মানুষ বড় আজ পঙ্গু হয়ে আছে
মেরুদণ্ডহীন জীর্ণ শরীর, ল্যাকপ্যাকে হাতের নিচে হাতখানি রাখো
উষ্ণতা দাও।
গোলাপের চারা একটু একটু করে দুচোখ মেলছে, ডানাপোড়া মেলুক এরপর
দুপারে নদীর বুকে সম্পর্কের বরফ গলছে, জল বাড়ছে।
বারুদের বিষবাষ্প ঠেলে বুকে বুকে বায়ু
আয়ু ফুরিয়ে আসা প্রহরে, নারী, তুমিই পারো এ তটভূমি জাগাতে।