তোমাকে পেয়েছি ফিরে
হে স্বাধীনতা, তোমাকে আজ পেয়েছি ফিরে
দীর্ঘ নয় মাস যাতনার অপেক্ষার প্রহর শেষে
লক্ষ কোটি মা বোনের ইজ্জতের বিনিময়ে।
হে স্বাধীনতা, তোমাকে আজ পেয়েছি ফিরে
ধু ধু মরুর বুকে দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে আর
কৃষক শ্রমিক আমজনতার জীবনের প্রতিদানে।
হে স্বাধীনতা, তোমাকে আজ পেয়েছি ফিরে
পিতা হারানো অবুঝ শিশুদের আর্তনাদ আর
সন্তান হারানো দুখিনী মায়ের অশ্রু বিসর্জনে।
হে স্বাধীনতা, তোমাকে আজ পেয়েছি ফিরে
বুকে সাহস বেঁধে আর শক্ত হাতে অস্ত্র ধরে
মহাপুরুষের বেশে নগ্ন পায়ে রাজপথে নেমে।
হে স্বাধীনতা, তোমাকে আজ পেয়েছি ফিরে
রূপসী বাংলার পল্লী গাঁয়ের প্রতিটি ঘরে ঘরে
একাত্তরের হিংস্র দানবদের ধ্বংস করে।