কালোত্তীর্ণ কবিতা
"এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা।"
সাতই মার্চে এক ভাষণেই
জাগিয়ে দিলে বাঙালিদের,
সেই ভাষণেই এক হয়েছে
দোদুল্যমান বাঙালি ফের।
দাবিয়ে রাখা যায়নি তাদের
যারা তোমার ভক্ত ছিল,
দেশ বাঁচাতে নয়টি মাসে
বুকের তাজা রক্ত দিল।
লাঠিসোটা যা ছিল তাই
সঙ্গে নিয়ে লড়াই করে,
রক্তপিশাচ পাকবাহিনী
হটিয়ে দিল চিরতরে।
ভাষণ তো নয় সেটা যেন
কালোত্তীর্ণ এক কবিতা,
সেই ভাষণের বদৌলতে
স্বাধীনতার লাল সবিতা।