Skip to content

যাদুর ভাষণ

যাদুর ভাষণ

যায় না ভোলা যাদুর ভাষণ
সাত'ই মার্চের দিন,
ইতিহাসে বঙ্গবন্ধু
স্বাধীনতার বীণ।

 

রেসকোর্সের ওই ময়দানে'তে
দিলেন দুর্লভ সুর,
যার যা আছে তাই নিয়ে সব
করো শত্রু দূর।

 

বাহান্ন আর আটষট্টি'তে
বাঙ্গালি খুন হয়,
যাদুর ভাষণ ঐক্য গড়ে
ফেলে সকল ভয়।

 

পাকি'রা সব অস্ত্রের বলে
বঙ্গ রাখে চুপ,
সম্মোহনী শক্তির ভাষণ
জ্বালে মুক্তির ধূপ।

 

সোনার বাংলার দামাল ছেলে
ছাড়ে আপন ঘর,
বাবা- মায়ের দোয়া ছিলো
খান সেনাদের ধর।

 

সম্ভ্রম-রক্তের স্বাধীনতায়
আজো কষ্টের ঝড়,
যখন দেখি দেশী শত্রুই
খাচ্ছে গিলে সর।