Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রক্তাক্ত সিঁড়ি

স্বাধীন দেশের একটি সিঁড়ি তৈরি করেছিলে তুমি
শৃঙ্খল ভাঙা মুক্ত দেশের একটি উন্নতির সোপান
আগামী প্রজন্ম, আগামী দেশ এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে
যাতে সূর্যকে ছুঁয়ে ফেলতে পারে।

ইতিহাসের নির্মম পরিহাস এই সিঁড়ির ওপর পড়ে রইলো তোমার রক্তাক্ত দেহ।

একটি ফুলের বাড়ির,একটি পাখির বাড়ির
সব ফুল গুলোকে ভারি বুটের তলায় দুমড়ে মুচড়ে
বুলেট বিদ্ধ, পাখিগুলোকে হত্যা করা হলো
হত্যা করা হলো নতুন করে জন্ম নেওয়া পৃথিবীর একটি আবেগের ভাষা
হত্যা করা হলো স্বপ্ন দিয়ে গড়া একটি স্বপ্নের দেশ
দেশের জনক, জনকের পরিবার।

 

কাঁদতে কাঁদতে গোটা পৃথিবীর আকাশ থেকে সব তারাগুলো ঝরে পড়েছিল সেই রাতে
মৃত জোনাকির শবদেহ জ্বলতে শুরু করেছিলো পাষণ্ডদের অগ্নিকুণ্ডে
কিন্তু জনকের মাটির গড়া ভাষা কখনো হারিয়ে যায় না
জাতির প্রতি আহ্বান, জনকের ডাক কখনো হারিয়ে যায় না
এতো সহজে তাকে হত্যা করা যায় না।

 

অদৃশ্য সুতোর প্রাণের বন্ধন কাঁদতে কাঁদতে ঘিরে রাখলো  স্বাধীনতা
ঘিরে রাখলো দেশ
ঘিরে রাখলো তোমার মৃতদেহ
ঘিরে রাখলো তোমার পরিবার।

 

পৃথিবীর জন্য মুক্তির একটি সিঁড়ি তৈরি করেছিলে তুমি
সেই সিঁড়িতে পড়ে রইলো তোমার রক্তাক্ত মৃতদেহ।

 

এ বেদনা ভুলবার নয়
এ বেদনা কখনো ভোলা যায় না
বৃষ্টি কেবল ধুয়ে দেয় রক্ত
বুকের ভেতর অক্ষত যন্ত্রণা নিয়ে মাটি থেকে  ধাপে ধাপে উঠে দাঁড়ায় দেশ
সূর্যের সিঁড়িতে আলোর পথ দেখায় বঙ্গবন্ধু শেখ মুজিব।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ