প্রিয় স্বাধীনতা
প্রিয় স্বাধীনতা, তোমাকে পেয়েছি
তিরিশ লক্ষ প্রাণের দামে,
বঙ্গবন্ধু শেখ মুজিবের
সোনার বাংলাদেশের নামে।
প্রিয় স্বাধীনতা, তোমাকে পেয়েছি
ছাব্বিশে মার্চ, একাত্তরে;
যখন পাকিরা নির্মমভাবে
নিরীহ বাঙালি হত্যা করে।
প্রিয় স্বাধীনতা, তোমাকে পেয়েছি
দুই লক্ষ মা-বোনের মানে,
যুদ্ধের মাঠে অস্ত্র চালিয়ে
জয় বাংলার সাহসী গানে।
প্রিয় স্বাধীনতা, তোমাকে আমরা
আর কখনো না যেন হারাই,
তুমি না থাকলে মুক্ত আকাশে
হয় না স্বাধীন পাখির ঠাঁই।
প্রিয় স্বাধীনতা, তোমাকে চাইবো
সুগঠিত গণতন্ত্র মাঝে,
যুগ যুগ ধরে থেকো তুমি বেঁচে
সত্য-ন্যায়ের মন্ত্র মাঝে।