মার্চ মানে
মার্চ এলেই মনে ভাসে
৭ তারিখের কথা,
পরাধীন জাতির মুক্তির সনদ
হয়েছিল ঘোষণা।
৭ তারিখ তো ভুলবে না কেউ
ওমন দিনের কথা,
বুলির পরে বুলি সেদিন
ঝড়েছিল সেথা।
মার্চ মানেই জাতির পিতা
বঙ্গবন্ধুর প্রেরণা,
মার্চ মানেই স্বাধীনতা
মনে মনে সাধনা।
মার্চ এলেই বছর ঘুরে
তোমার বজ্রকন্ঠ,
যতই শুনি ততই আমি
হই ভীষণ ভক্ত।