শক্তি জানতো
শক্তি জানতো দুঃখকে কতটা কুড়লে
ভেতর থেকে উঠে আসে জল
ভেতর থেকে রক্ত।
নিজেকে কুড়তে কুড়তে,কীভাবে
হাড় মজ্জা পোড়া ছাই, উড়ে যায়
কবিতার ভিত হয়ে ওঠে পোক্ত l
শক্তি জানতো, কুয়াশার আলিঙ্গন ফুল ঠিক কতটা নিবিড়, অতল থেকে ভালোবাসে
রোদ জড়িয়ে নিয়ে মৃত্যু, নিষ্কৃতি
শান্ত নদীর দুকূল, কীভাবে ফ্যাকাশে l
শক্তি জানতো, নিজেকে খুব বেশী সামনে
রেখে আর লাভ নেই
বরং কবিতায় থাক
পথে প্রান্তে ডুমুরের ফুল লিখে রাখে যেমন অমলিন,গোধূলির প্রস্তাব l