যুদ্ধের শেষ হোক
যুদ্ধের বোমাবাজি মানুষের আহাজারি
শিশুদের কান্নায় পৃথিবীটা হয় ভারী!
যুদ্ধের শুরু হলো, ইউক্রেন-রাশিয়ার
পৃথিবীর মাঝে নেই শান্তির হাসি আর!
ইউক্রেনে রাশিয়ার অভিযান সামরিক
নয় সেটা সাধারণ, নয় ক্রোধ সাময়িক।
পশ্চিমা মোড়লের বাড়াবাড়ি ক্রুদ্ধের
বিশ্বকে ঠেলে দেয়, মাঠে মহা-যুদ্ধের।
মোড়লের প্রতি হলে অবহেলা ভক্তির
ছলাকলা… শুরু হয়, পশ্চিমা শক্তির।
মোড়লের মতলব, তারা শুধু শাসাবেন
ছলেবলে কৌশলে অন্যকে ফাঁসাবেন।
যুদ্ধের ময়দানে জয় পায় কতিপয়
মানবতা হারে তাই সৃষ্টির ক্ষতি হয়।
ইউক্রেন-রাশিয়ার সংকট নিরসনে
যুদ্ধের শেষ হোক শান্তির প্রয়োজনে।