Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দূরে কোথাও যুদ্ধ লেগেছে

দূরে কোথাও যুদ্ধ লেগেছে
এমন ভাবার কোনও কারণ নেই তুমি আর আমি খুব নিশ্চিন্তে, নিরাপদে আছি!
পৃথিবীটা খুব ছোট
এক আকাশ ছাদের তলায় ছোট এক একটা ভূখণ্ড মাত্র
আরও বেশি ছোট
তোমার আমার মতো ক্ষুদ্র সাধারণ মানুষের ছোট ছোট আস্তানা। 

 

রাষ্ট্রের হিংসা-প্রতিহিংসার গোলাঘর গুলো শুধু অনেক বড়
অনেক অনেক বড়
মতাদর্শের নামে, নিরাপত্তার নামে আগ্রাসনের থাবা l

 

সেখানে অস্ত্র থাকে, ক্ষেপণাস্ত্র থাকে
মুহূর্তের মধ্যে শূন্যে মিলিয়ে দেওয়ার শক্তিশালী ক্ষমতা
ক্ষমতার বুটের তলায় আমরা সকলেই খুব ছোট
বড় বেশি ছোট। 

 

রাষ্ট্রের তর্জনী হেলনে মুহূর্তের মধ্যে নদীর মতো সরল তিরতিরে জীবন
উড়ে যায় ঘরবাড়ি !
দূরে কোথাও যুদ্ধ লেগেছে
যারা মরছে, যারা মরবে তোমার আমার মতনই রক্ত মাংসের মানুষ
হাহাকার দহন আর মানুষ পোড়া গন্ধ নিয়ে সূর্য উঠছে আকাশে। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ