আলসে বিড়াল
মিউ মিউ ডেকে যায়
বিড়ালির ছানা,
বিড়ালটা দূরে বসে
গায় শুধু গানা।
বিড়ালি খাবার এনে
রাখে প্রতিরোজ,
বিড়ালটা ঘরে বসে
করে ভুরিভোজ!
সারাদিন বিড়ালির
নেই অবসর,
বিড়ালটা শুয়ে বসে
ডাকে গরগর।
বিড়ালিটা ছানাদের
করে তদারক,
বিড়াল মশাই বকে
যায় বকবক!