Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খেলে যায় খেলারাম

সময়ের যাঁতাকলে কতবার নিজেকে ভেঙ্গেছি
বীজ বপনের মতো, চারিপাশে ছিটিয়ে দিয়েছি
এ- পৃথিবীর পথেই হেঁটে হেঁটে নিজের অস্তিত্ব। 

 

ঋতুচক্রের মতোই হেঁটে হেঁটে পেয়েছি আমিত্ব
জীবনের দোলাচলে কেউ কি কাউকে খুঁজে পায়
সময়ের যাঁতাকলে যখন মানুষ ভেঙ্গে যায়।

 

ফাগুনে আগুন ঠোঁটে বসন্তের মেকি হাসি নিয়ে
প্রতিনিয়ত নিজেকে আর্টিফিশিয়াল বদলিয়ে
চৈতালী উত্তাপে পুড়ে ভিতর ভিতর মরুভূমি 
সায়মুমে উড়ে বালি-অথচ বাহিরে স্থির আমি।

 

বেদনার বাষ্পগুলো মেঘপাখি হয়ে শুধু উড়ে
বৈশাখী ঝড়ের রাতে হাওয়ার ডানায় চড়ে
যুগল চোখের মাঝে ঝর্ণা হয়ে ঝরে অবিরাম
এ জীবন শুধু চলে-আর খেলে যায় খেলারাম। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ