বই মেলাতে তারার মেলা

বই মেলাতে তারার মেলা
ঘুরতে ফিরতে যাচ্ছে বেলা
যেনো ফুটছে লাল ফুল
নতুন ফুলে মেলার ঝলক
যেন গানের বুলবুল।
বই মেলাতে ধুলো উড়ে
কিচিরমিচির মেলা জুড়ে
নানান কিছিমের লোক
দেখছে চেখে রঙিন মলাট
স্বপ্নচারীর এক চোখ।
মাতোয়ারা বইয়ের ঘ্রাণে
বেহালদশা মনে প্রাণে
বইয়ের চেয়ে গল্প
কাটুস কুটুস বাদাম খেয়ে
করে নাতো অল্প।
ক'জন পাঠক আর বই কেনে
নতুন লেখক কেবা চেনে
সেলফি তুলে বেশি
তবু মেলা মনের খোরাক
মেলা বাংলাভাষী।